ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। এর মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বেশ বড় ধরনের স্কোর গড়তে হবে বাংলাদেশকে।
এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০। ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
এর আগে বিদায় নিয়েছেন প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস (১১), তামিম ইকবাল (১৪), সাব্বির রহমান (৩), মুশফিকুর রহীম (২২)।
মিরপুর স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন