ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জেতা ম্যাচটি হেরে বসে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময়ে কয়েকটি ক্যাচ ছেড়ে দেওয়া এবং মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বসা টাইগারদের পেশাদারিত্বের অভাবকে দায়ী করেন কেউ কেউ। আজ রবিবার ২৩৮ রান করেও ম্যাচ জয়ের পর শুক্রবারের কথা মনে করিয়ে দেওয়া হয় মাশরাফিকে।
সেই কথা শুনে টাইগার দলপতি বললেন, "ওই ম্যাচে যা হয়েছিল তা আসলে পেশাদার ছিল না। আজকেরটাই পেশাদার।"
এদিন, বোলাদের বোলারদের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন মাশরাফি। তিনি বলেন, "বোলাররা আসলে এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে।"
পঞ্চম উইকেটে জস বাটলার ও জনি বেয়ারস্টো ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। ঠিক তখনই ৭৯ রানের জুটি ভেঙে দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তাসকিন। শুরুর ৩ উইকেট আর শেষ দিকে বলের উইকেট নিয়ে ম্যাচের সবচেয়ে বড় ভূমিকা ছিল মাশরাফির। এছাড়া ব্যাটিং তার ২৯ বলে ৪৪ রান তো ছিল বাংলাদেশের লড়াই করার পুঁজি।
তাই এই ম্যাচের নায়ক সবাইকে ছাড়িয়ে অলরাউন্ড নৈপুণ্যে মাশরাফি নিজে। তিনি বলেন, "আমি শুধু স্লগ করতে চেয়েছিলাম। চেয়েছিলাম নিজের শট খেলতে।"
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব