অবসরের ঘোষণা দিলেন স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকে। আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের পরেই এক শ্রেণির স্প্যানিশ সমর্থকদের সমালোচনায় অসহ্য হয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
তবে এখনই অবসর নিচ্ছেন না পিকে। ২০১৮ সালের বিশ্বকাপের পরেই জার্সি খুলে রাখবেন তিনি। এ ব্যাপারে পিকে বলেন, ‘‘এটা আবেগের বশে হঠাৎ করেই নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা নিয়ে আমি অনেকে ভেবেছি। আমি স্পেনের পক্ষে সব সময় সেরাটা উজাড় করে দিয়েছি। তবে আমি স্পেনের হয়ে একশো-তম ম্যাচটি খেলতে চাই। খেলতে চাই আগামী বিশ্বকাপেও। বিশ্বকাপের পর নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব।’
তিনি আরও বলেন, ‘‘আমি অনেক চেষ্টা করেছি। সমালোচনাগুলো নিতে পারছি না। জার্সির হাতা কাটার ইস্যুটা আমার ধৈর্যের বাধ ভেঙে দিয়েছে। তাই এই অবসরের সিদ্ধান্ত।’’
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল