লিওনেল মেসির পারফরমেন্স নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ এডগার্ডো বাউসা। বার্সেলোনার এই মহাতারকা ফুটবলের সব কিছুই জানেন বলে তিনি দাবি করেছেন।
আর্জেন্তিনার কোচ এডগার্ডো বাউসা বলেন, ‘‘লিও মেসি আমাকে বিস্মিত করেছে। সেটা হলো ওর ফুটবল সম্পর্কে অগাধ জ্ঞান। মেসি সব জানে। সতীর্থদের সম্পর্কে, টেকনিক্যাল দল আর ফুটবল সম্পর্কে, সব বিষয়ে সচেতন মেসি।’’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘‘মেসির জ্ঞান আমাকে বিস্মিত করেছে। সব কিছু সম্পর্কে সবই জানে ও। কিছুই ওর চোখে এড়িয়ে যায় না। তার সম্যক ধারণা আছে।”
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল