ইউরো জিতার পর থেকে ধারাবাহিক জয়ের ধারা অব্যাহত রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল। সর্বশেষ আইল্যান্ডের বিপক্ষে ৬-০ গোলে জয় পায় পর্তুগিজরা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সোমবার রাতে ফারো আইল্যান্ডের মাঠ তোরসোলারে আতিথিয়েতা নিতে যায় পর্তুগাল। আর ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে দারুণ জয় তুলে নেয়।
এর আগে গত শুক্রবার ৬-০ গোলেই হারিয়েছিল আনডোরাকে। আর এবার তরুণ স্ট্রাইকার আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।
‘বি’ গ্রুপের এ ম্যাচ জয়ের ফলে তিন খেলা শেষে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে পর্তুগাল। সমান খেলায় নয় পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল অবশ্য সুইসদের বিপক্ষে হার মানে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন