তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় বঞ্চিত হওয়া বাংলাদেশ রবিবার দ্বিতীয় ওয়ানডেতে সেই ভুল আর করেনি। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এতে ১-১ এ সমতায় থাকা বাংলাদেশ-ইংল্যান্ডের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনারে রূপ নিয়েছে।
শেষ ম্যাচে ইংল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন দলটির অলরাউন্ডার মঈন আলী। মঙ্গলবার তিনি বলেন, বাংলাদেশ শক্তিশালী দল, ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে তারা। তাই শেষ ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।
তৃতীয় ও শেষ ওয়ানডে হবে বুধবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজে এখন ১-১ সমতা।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম