দুর্নীতি ইস্যুতে ঝামেলায় থাকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার বিরুদ্ধে এবার মামলা ঠুকেছেন নাদিম শরিফুল আলম নামে এক বাংলাদেশি শ্রমিক। শ্রমিকদের যথাযথ অধিকার নিশ্চিত করা হচ্ছে না অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে মামলা করেন তিনি। খবর রয়টার্স'র।
নাদিম মামলায় উল্লেখ করেন, অবকাঠামো নির্মাণে কাজ করা শ্রমিকদের যথাযথ অধিকার নিশ্চিত হচ্ছে না। তাদের শুধুমাত্র লোক দেখানো চুক্তির মাধ্যমে কাজ করানো হচ্ছে। চুক্তির আওতায় এনে কাজের বিনিময়ে অর্থ দেওয়া হয়নি। এছাড়া, খুব বাজে পরিবেশে তাদের দিয়ে কাজ করানো হয়েছে।
নেদারল্যান্ডসভিত্তিক সবচেয়ে বড় শ্রম ইউনিয়নের সহায়তায় সুইজারল্যান্ডের জুরিখে সোমবার এ মামলা করেন নাদিম।
২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম আর বহুতল ভবনের কাজ করার বিনিময়ে নাদিমের যে অর্থ পাওয়ার কথা ছিল তা না পাওয়ায় তিনি ফিফার করা চুক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে প্রায় সাড়ে ১১ হাজার ডলার দাবি করেছেন।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম