করাচিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বেশ বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফিদী। এক সাংবাদিক বেমক্কা প্রশ্ন করেন, জাভেদ মিয়াঁদাদ বলেছেন, আপনি টাকার জন্যই বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছেন।
প্রশ্ন শুনেই হকচকিয়ে যান আফ্রিদী। জাভেদ মিয়াঁদাদের কাছেই ক্রিকেট শিখেছেন আফ্রিদী। কিন্তু সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারান তিনি। বলে ফেলেন, মিয়াঁদাদের কাছে অর্থ সবসময়ই গুরুত্বপূর্ণ।
এ নিয়ে তর্ক যেন আর শেষ হতেই চাইছে না। মিয়াঁদাদ বলেন, টাকা যদি আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতো আমি কখনই দল ছেড়ে যেতাম না। টাকার জন্য আফ্রিদী পুরো পাকিস্তান দলকে বেচে দিয়েছে। আমিও তাকে কয়েকবার হাতে নাতেও ধরেছি।
এসব মন্তব্যের পর মিয়াঁদাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিদী।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা