আট মাস পর টেনিস কোর্টে ফিরলেন টেনিস গ্লামার গার্ল মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম জাতীয় ঔষধ সেবনের পর নিষিদ্ধ হওয়া শারাপোভার এটাই যে প্রথম কোন টুর্নামেন্টে অংশগ্রহণ। মঙ্গলবার লাস ভেগাসে এলটন জনের জন্য হওয়া চ্যারিটি ম্যাচে ডাবলসে খেললেন শারাপোভা। আগামী এপ্রিলে তার ওপর ১৫ মাসের নির্বাসন উঠে যাওয়ার পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন শারাপোভা।
চ্যারিটি ম্যাচ হলেও শারাপোভার হৃদয়ে নতুন করে যেন বয়ে গেছে উচ্ছ্বাসের জোয়ার! এলটন জন এইডস ফাউন্ডেশনের জন্য একদিনের এই ইভেন্টে দু’টি ডাবলস ম্যাচে অংশ নেন তিনি। নারী দ্বৈত ম্যাচটিতে মার্টিনা নাভ্রাতিলোভা ও লাইজেল হুবারের কাছে হেরে যান শারাপোভা। তার সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী টেইলর জনসন। পরে মিশ্র দ্বৈতে আমেরিকান কিংবদন্তি জন ম্যাকেনরোর সঙ্গে জুটি বাঁধেন শারাপোভা।
সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলের ২৬ তারিখ প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন শারাপোভা। সেই দিনটির জন্যই এখন অপেক্ষা তার।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/তাফসীর