তারা যে বিশ্বচ্যাম্পিয়ন তার প্রমান বেশ ভালোভাবেই মাঠে পাওয়া যাচ্ছে। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে জার্মানি। বাছাইপর্বে শতভাগ সাফল্য জার্মানিদের দখলে। মঙ্গলবার তারা ২-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ডকেও।
জার্মানির মতো পূর্ণ তিন পয়েন্ট নিয়েই এদিন মাঠ ছেড়েছে নরওয়ে, মন্টেনিগ্রো, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং স্লোভাকিয়া। নরওয়ে ৪-১ গোলে সান মারিনোকে, স্লোভাকিয়া ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে বড় জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছেড়েছে। এছাড়া মন্টেনিগ্রো ১-০ গোলে ডেনমার্ককে, লিথুয়ানিয়া ২-০ গোলে মাল্টাকে হারায়।
এদিন পোল্যান্ডের জয়টা ছিল নাটকীয়! ম্যাচের শেষ মুহুর্তে রবার্ট লেভানডোস্কির গোলে পোলিশরা ২-১ ব্যবধানে হারায় আর্মেনিয়াকে।
তবে এদিন শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্লোভেনিয়া। প্রতিপক্ষের মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছেন গ্যারেথ সাউথগেট।
এদিন বিশ্বকাপ বাছাইপর্বের আরও দুটি ম্যাচ ড্র হয়। কাজাখস্তান রোমানিয়ার সঙ্গে, চেকপ্রজাতন্ত্র আজারবাইজানের সঙ্গে গোলশূন্য ড্র করে।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/তাফসীর