দুবাই টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ৫৭৯ রানের জবাবে ৬ উইকেটে ৩১৫ তুলে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিস। এরপরও স্বাগতিকদের থেকে এখনও ২৬৪ রান পিছিয়ে ক্যারিবীয়রা। এদিন পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে প্রচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ড্যারেন ব্রাভো। ৩৩ স্ট্রাইক রেটে ২৫৮ বলে তার ৮৭ রান সেটাই বলে। ক্রিজে ছিলেন ৩৯৮ মিনিট।
শনিবার ব্যাটিংয়ে নামেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো এবং ক্রেইগ ব্র্যাথওয়েইট। কিন্তু এদিন আগের দিনের ৩২ রানের সঙ্গে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ব্র্যাথওয়েইট। এরপর মারলন স্যামুয়েলসকে নিয়ে একাই লড়াই করেছেন ব্রাভো। সেই লড়াই শেষ হয় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ৬ ওভার আগে। এর মাঝে বিদায় নিয়েছেন আরও ৩ ব্যাটসম্যান। এর মধ্যে উজ্জ্বল কেবল স্যামুয়েলস। ব্রাভো-স্যামুয়েলসের ১৪০ রানের জুটিই আশা দেখায় ক্যারিবীয়দের। ব্যক্তিগত ৭৬ রানে সোহাইল খানের বলে ফেরেন স্যামুয়েলস। এরপর জোড়া আঘাতে রোস্টন চেজ (০৬) ও জারমাইন ব্লাকউডকে (৩৭) ফিরিয়ে পাকিস্তানকে খেলায় ফেরান ওয়াহাব রিয়াজ।
এর আগে, পাকিস্তান আজহার আলীর অপরাজিত ৩০২ রানের ওপর ভর করে ৩ উইকেটে ৫৭৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব