পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মধ্যে বেশ কিছুদিন হলো বাগযুদ্ধ চলছিল। অবশেষে সেই দ্বন্দ্বের অবসান হলো। শনিবার দুই ক্রিকেটারের মধ্যে এক সাক্ষাতে জাভেদ মিয়াঁদাদ তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এরপরই আফ্রিদি তাকে ধন্যবাদ জানান। খবর ডনের।
আফ্রিদি বলেন, একজন সিনিয়ন হিসেবে আমি কখনও তার কাছ থেকে ক্ষমা দাবি করেনি। তবে তিনি যে বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, এটাই আমি এবং আমার ভক্তদের জন্য বড় পাওয়া।
মিয়াঁদাদ বলেন, আফ্রিদি আমার পাশে বসেছে এটা খুবই সন্তোষজনক বিষয়। তার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই।
আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়ে মিয়াঁদাদ বলেন, সে যদি আমার কোনো মন্তব্যে কষ্ট পেয়ে থাকে, তাহলে সেই মন্তব্য আমি প্রত্যাহার করে নিলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আফ্রিদি। এক পর্যায়ে তাকে জানিয়ে দেওয়া হয় জাতীয় দলের দরজা তার জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারপর থেকেই বিদায়ী ম্যাচের কথা বলে আসছিলেন এই অলরাউন্ডার। তখন মিয়াঁদাদ এর বিরোধীতা করেন এবং টাকার বিনিময়ে আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। এরপরই বেশ ক্ষেপেছিলেন আফ্রিদি।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব