গোলাপি বলে এখনও সেঞ্চুরি হয়নি কারও। সেখানে তিনি এক ইনিংসে করে ফেলেছেন ৩০২ রান। যা তাকে দিয়েছে ইতিহাসের পাতায় স্থান। অথচ এরপরও মন খারাপ পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলীর। তবে, অন্য কোনো কারণে নয়, ত্রি-শতকের ম্যাচে নিজের আদর্শ ইউনিস খানকে পাশে পাননি বলে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউনিস খান চলমান দুবাই টেস্ট থেকে ছিটকে পড়েছেন। আজহার বলেন, ‘‘ইউনিস ভাই বরাবরই আমার রোল মডেল। তিনি না থাকলে ড্রেসিংরুমে আমি সবসময় তার সিটে বসি। এবার সেই সিটের মান রাখতে পেরে ভাল লাগছে। কিন্তু এই সময় তাকে ড্রেসিংরুমে পাশে না পেয়ে খুব খারাপ লাগছে।’’
আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকেই আজহার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে এসেছেন। পাকিস্তানি ক্রিকেট মহলের ধারণা, ইউনিস, মিসবাহর পর তাদের শূন্যস্থান পূরণ করবেন লাহোরের এই ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব