বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার ক্রীড়াপ্রেমিক মানুষ।
রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্যের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘দুর্বার তারুণ্যের সভাপতি জাকারিয়া আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিপিএল’র চতুর্থ আসরের অন্তত একটি ম্যাচ যেন বরিশালে অনুষ্ঠিত হয়। এটা আমাদের প্রাণের দাবি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
বক্তারা বলেন, বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম আন্তর্জাতিক মানের। কিন্তু বিপিএল’র বিগত আসরগুলোর কোন ম্যাচ বরিশাল স্টেডিয়ামে হয়নি। তাই বরিশাল স্টেডিয়ামে বিপিএল’র এবারের আসরের ম্যাচ আয়োজনের দাবি জানান বক্তারা। মানববন্ধন কর্মসূচিতে দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করেন তারা।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব