অনেকদিন ধরে অফ ফর্ম ব্যাটসম্যান সৌম্য সরকার টিকে গেছেন টেস্ট দলেও। গত কয়েকটি সিরিজে রান নেই গত বছর দারুণ পারফর্ম করা এই ওপেনারের ব্যাটে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ হয়নি। অথচ ধারাবাহিকভাবে পারফর্ম দলের প্রবেশের জোর দাবি জানিয়ে রাখলেও প্রথম টেস্টের দলে উপেক্ষা করা হয়েছে শাহরিয়ার নাফীসকে। তাই রবিবার বিকেলে ঘোষিত প্রথম টেস্টের দলে অনেকগুলো চমকের মধ্যে ছিল সৌম্য সরকারের অর্ন্তভূক্তিও।
এ সম্পর্কে কোচ হাথুরুসিংহের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সর্বশেষ টেস্টে খেলেছে সৌম্য সরকার। তাই সে দলে আছে। প্রস্তুতি ম্যাচে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর অফ ফর্ম ইজ টেম্পোরারি। আমার বিশ্বাস সুযোগ পেলে সে খুব ভালো খেলবে।’
টেস্টের জন্য বাংলাদেশ বোলিং সংকটে ভুগছে। হয়তো ব্যাটিংয়ের পাশাপাশি সৌম্যর কাছ থেকে বোলিংয়েও ভালো কিছু আশা করে বাংলাদেশ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে সৌম্যকে ওপেনিংয়ে বোলিং করতেও দেখা যায়।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব