টেস্ট ক্রিকেটে দ্রুত ১০০ উইকেট শিকার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন পাকিস্তানের ইয়াসির শাহ। দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান নিজের টেস্ট ক্যারিয়ারে ১৭তম ম্যাচে শততম উইকেট শিকার করেন তিনি।
ফলে টেস্টে দ্রুত ১০০ উইকেট শিকারের মাইলফলকের তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে নিজের নাম লেখালেন ইয়াসির।
এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের জর্জ লোহম্যান। ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ১শ’ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান লোহম্যান।
আর ১৭ ম্যাচে ১শ’ উইকেট শিকার করে এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার চার্লস টার্নাও, ইংল্যান্ডের সিডনি বার্নস ও ক্লারেন্স গ্রিমেট। এবার এই তালিকায় নিজের নাম লেখালেন ইয়াসির।
দুবাই টেস্ট খেলতে নামার আগে ইয়াসিরের টেস্ট রেকর্ড ছিলো- ১৬ ম্যাচের ৩১ ইনিংসে ৯৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের তালিকায় নাম লেখান ইয়াসির।
পাকিস্তানের কোনো খেলোয়াড় হিসেবে এই তালিকায় সবার উপরে উঠে এসেছেন ইয়াসির। এতোদিন পাকিস্তানের হয়ে সবার উপরে ছিলেন অফ-স্পিনার সাইদ আজমল। ১৯ ম্যাচে ১’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন আজমল।
বিডি প্রতিদিন/ ১৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম