এবারের ১০ম আসরের আইপিএলের নিলাম পিছিয়ে গেল। প্রথমে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি হবে এবারের আইপিএলের নিলাম। কিন্তু বোর্ড সূত্রে যা জানা গেছে, এবার ক্রিকেটারদের নিলাম হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।
ধারণা করা হচ্ছে, আগামী ২০–২৫ ফেব্রুয়ারির মধ্যেই এই নিলাম হবে। যদিও আইপিএল শুরু হচ্ছে যথারীতি ৫ এপ্রিল। আর ফাইনাল হবে ২১ মে। সুপ্রিম কোর্টের ধাক্কায় অনুরাগ ঠাকুর, অজয় শিরকেরা সরে যাওয়াতেই এই নিলাম পিছিয়ে গেল। নতুন যারা বোর্ডের দায়িত্বে এসেছেন, তাদের আরও কিছুটা সময় দরকার বলে জানা গেছে।
সোমবারই চার সদস্যের নতুন কমিটি বোর্ডের দায়িত্বে এসেছেন। তারাও এই মুহূর্তে আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন। কমিটির সদস্যরা এদিন দেখা করেছেন বোর্ডের বাকি কর্তাদের সঙ্গে। জরুরি বিষয়ে আলোচনা হয়েছে। যেখানে প্রাধান্য পেয়েছে আইপিএল।
তবে ফ্রাঞ্চাইজিগুলো অবশ্য এই সিদ্ধান্তে বিরক্ত নয়। তারাও হাতে কিছুটা সময় পেয়ে গেল। তারা মনে করছেন ঘরোয়া ক্রিকেটের খেলা শেষ হলেই নিলাম অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪