শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাকানো দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। আঙ্গুলের ইনজুরির কারণে ছিটকে যান তিনি।
দু’দিন আগে ডারবানে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআইতে ১১৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মিলার। লঙ্কান ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিং করার সময় ডাইভিং ক্যাচের প্রচেষ্টায় আঙুলে চোট পান তিনি। ফলে ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি।
এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাত থেকে দশ দিন সময় লাগতে পারে। তাই বাকি তিনটি ম্যাচে মিলারকে পাচ্ছে না প্রোটিয়ারা।
শনিবার তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। জোহানেসবার্গে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সিরিজ বাঁচাতে সফরকারীদের জয়ের বিকল্প নেই! ২-০ তে এগিয়ে স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম