পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রমিজ রাজা এবার চলচ্চিত্র প্রযোজনা করবেন। ছবির মূল চরিত্রে অভিনয় করবেন ভারতের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি এরইমধ্যে রমিজের প্রস্তাবে রাজি হয়ে গেছেন।
সিনেমার নায়িকা কে হবেন তা এখনো ঠিক হয়নি। তবে রমিজ জানিয়েছেন, ভারতের ক্যাটরিনা কাইফ ও পাকিস্তানের মাহিরা খানকে তার মেধাবী অভিনেত্রী মনে হয়। দুই জনের কেউ একজন রাজি হলেও নিশ্চিন্ত হবেন বলে জানিয়েছেন।
ক্রিকেটের মাধ্যমেই দূর হবে সন্ত্রাসবাদ- নিজের প্রযোজনায় প্রথম ছবিতে এমন বার্তাই দিতে চান রমিজ রাজা।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা