বেশ কিছুদিন ধরেই ভারতের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন বিরাট কোহলি। সামনেই আসছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই দুই দল মাঠে নামলে ব্যাট-বল ছাড়াও মুখের লড়াইও বেশ জমে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট জানালেন ‘অসিদের বিরুদ্ধে খেলতে দারুণ লাগে। কারণ? ওরা আমার সামনে চুপ থাকতেই পারে না! মাঠে কথা কাটাকাটি, পাল্টা জবাব দিতে আমার কোনও আপত্তি নেই। আমি তৈরি।’
আর সেটা খুব ভালোভাবেই বিশ্বাস করেন মাইকেল হাসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সতর্ক করে দিয়ে হাসি জানালেন, ‘ভুলেও বিরাটকে স্লেজিং করো না। আমি হলে তো কখনওই ওকে তাতিয়ে দেব না। ও লড়াই লড়তে ভালবাসে। মাঠে নেমে চ্যালেঞ্জ নিতে ভালবাসে। আশা করি, বিরাটকে নিয়ে স্বচ্ছ পরিকল্পনা আগাম সেরে রাখবে স্মিথরা। অসিদের উচিত সেই পরিকল্পনা বাস্তবায়িত করার দিকেই মন দেওয়া। অন্য কিছু করাই উচিত নয়। কথার যুদ্ধ তো একেবারেই নয়। বিরাটকে কটু কথা বললে, ও কিন্তু চুপ করে থাকবে না। উল্টে আরও জ্বলে উঠবে। তখন ওকে থামানো ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে।’
হাসি আরও বলেছেন, ‘সেই দলই জিততে পারে, যারা নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারে। ভুল সিদ্ধান্ত নিয়ে, মাথা গরম করে, বিপক্ষকে কথায় উতক্ত্য করার চেষ্টা করার কোনও মানে নেই। স্লেজিং করা মানেই আক্রমণাত্মক নয়। অসিদের সবার কাছে ১ নম্বর শক্রু বিরাট। আমাদের লক্ষ্য হওয়া উচিত, ওকে দ্রুত প্যাভিলিয়ানে ফেরানো। ও ঘরের মাঠে খেলবে। তারওপর চরম আত্মবিশ্বাসী। ও যদি মারকাটারি খেলা শুরু করে, ভারতই জিতবে। তাই ভুলেও কোনও ফাঁদে যেন স্মিথরা পা না দেয়।’
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-৭