আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শক হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্স। মূলত আগামী মার্চে ইন্টারকন্টিনেন্টাল কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আফগানদের পরামর্শক হিসেবে সিমন্সকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০১৩ সালে আয়ারল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নেন সিমন্স। তার অধীনে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বোর্ডের সাথে ঝামেলায় ক্যারিবীয়দের দায়িত্ব ছেড়ে দেন সিমন্স।
এবার আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে পরামর্শক হিসেবে কাজ করবেন সিমন্স। বর্তমান দলের প্রধান কোচ লালচাঁদ রাজপুতের সহকারী হিসেবে কাজ করবেন তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ