শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় টি অফের মধ্য দিয়ে কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে বসুন্ধরা গলফ টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড বা সমাপনী দিনের খেলা। বিশ্বের ২২টি দেশের ১৩৪ জন গলফারদের নিয়ে গত ১ ফেব্রুয়ারি কোর্সে গড়িয়েছিল ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’।
চারদিনের আন্তর্জাতিক এই টুর্নামেন্টের এরই মধ্যে পেরিয়ে গেছে তিনটি দিন। শুক্রবার তৃতীয় দিনে আলো ছড়িয়েছেন বাংলাদেশি গলফাররা। পারের সমান শট খেলে যৌথভাবে ২৯তম হয়ে প্রথম রাউন্ড শেষ করা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি ও একটি বোগি করে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন। তৃতীয় রাউন্ডে করেছেন ছয়টি বার্ডি ও তিনটি বোগি। সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে থাকা সিদ্দিকুর অধীর আগ্রহে তাকিয়ে আছেন আজকের শেষ রাউন্ডের দিকে। তৃতীয় দিনে লিডারবোর্ডে এগিয়েছেন দুলাল হোসেন আর জামাল হোসেনও।
সমাপনী দিন সকাল ৮ টায় টি অফ করেছেন যুক্তরাষ্ট্রের মিকা লরেন শিন, কোরিয়ার চ্যান উ কিম ও সুইডেনের অস্কার জেটারওয়াল।
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের তৃতীয় দিন শেষে পারের চাইতে ১৩ শট কম খেলে লিডার বোর্ডের শীর্ষে আছেন থাই গলফার জ্যাজ জেনওয়াটানান্দ, নয় শট কম খেলে দ্বিতীয় স্থানে ভারতের শুভংকর শর্মা ও পারের চাইতে ৮ শট কম খেলে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ