বান্ধবীকে শারিরিকভাবে নির্যাতনের অভিযোগে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার লুকাস হার্ন্ডাডেজকে গ্রেফতার করা হয়েছে। যদিও তার বান্ধবী কোনও অভিযোগ করেননি৷ কিন্তু তার সত্ত্বেও ‘‘ডোমেস্টিক ভায়লেন্স”-এর অভিযোগে হার্ন্ডাডেজকে হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে৷
স্প্যানিশ পুলিশের তরফে জানানো হয়, "স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২.৩০ নাগাদ ফুটবলার লুকাস হার্ন্ডাডেজের মাদ্রিদের বাড়ি থেকেই তার বিরুদ্ধে ফোনেই এই অভিযোগ করা হয়৷ এরই ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। হার্ন্ডাডেজ ও তার বান্ধবী, উভয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।"
শুক্রবার লুকাস হার্ন্ডাডেজকে মাদ্রিদের এক আদালতে তোলা হয়।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪