উত্তর স্পেনে প্রচণ্ড ঝড়ের কারণে সেল্টা ভিগোর স্টেডিয়াম ক্ষতিগ্রস্থ হয়েছে। যে কারণে আজ রবিবার সেল্টা ভিগো-রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে স্প্যানিশ লা লিগার কর্তৃপক্ষ এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারেও নিশ্চিত করে এখনও কিছু জানায়নি।
এদিকে এই ম্যাচ স্থগিত হওয়ার কারণে কপাল পুড়েছে আলাভেসের। কেননা কোপা দেল রের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। এই ম্যাচ না হওয়ায় বিশ্রামের জন্য অতিরিক্ত সময় পেল সেল্টা ভিগো। দুই দলের প্রথম লেগটা অবশ্য গোলশুন্য ড্র হয়েছিল। তাই দ্বিতীয় লেগে যারা জয় পাবে তারাই কাটবে ফাইনালের টিকেট।
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/ ৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪