সতীর্থ বীরেন্দর শেবাগের স্কুল 'শেবাগ ইন্টারন্যাশানাল স্কুল' সম্প্রতি পরিদর্শন করেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে তিনি পড়াশুনা ও খেলার মধ্যে সামঞ্জস্যের গুরুত্ব নিয়ে কথা বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে। স্কুলের শিক্ষার্থীদের কিছু সময়ের জন্য কিপিংও শিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই কিপার।
স্কুলে গিয়ে নিজের সেই ছোটবেলায় যেন ফিরে গিয়েছিলেন ধোনি। নিজেই সেই ছবি পরে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, 'ব্যাক টু স্কুল।'
শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির সময় ধোনি বলেন, 'তুমি কীসে ভালো সেটা আবিষ্কারের জায়গা হচ্ছে স্কুল। তোমাকে অবশ্যই পড়াশুনা ও খেলার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক করে নিতে হবে। তোমার বুঝতে হবে তুমি কীসে ভালো। ব্যর্থতার ভয় থাকা ভালো। কিন্তু পরিস্থিতির সঙ্গে খাপ খাইতে নিতে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। খেলা থেকে আমি এক ম্যাচ বাদ পড়তে পারি। কিন্তু আমি জানি বিষয়টি আমার হাতে নেই। তাই সেটা নিয়ে না ভাবাই ভালো। যেটা আমার নিয়ন্ত্রণে আছে সেটা হলো বেশি বেশি অনুশীলন করা। আমি আমার সময়গুলো তাতেই ব্যয় করি। যেমনটা তোমাদের করা উচিত পড়াশুনায়।' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা