ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথমে লড়েছেন সৌম্য সরকার। তারপর পর লড়ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান।
মুশফিকুর রহিম ৫০ ও লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন। সাব্বির রহমানকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৭১ রানের পার্টনারশিপ গড়েন মুশফিক। সাব্বির রহমান ৩৩ রান করে বিদায় নেন।
এর আগে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। ৭৩ বলে ৯টি চার ও এক ছক্কায় ৫২ রান করে শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২