বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৬ বছর পর একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার ভারত সফরে গেছে। আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন টিম টাইগাররা।
জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই টেস্ট ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল দীপ্ততেও দেখা যাবে ম্যাচটি। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার