বাবার দেখানো পথে ছেলে হাঁটবে, এতে অবাক হওয়ার কিছু নেই। সেই কথাকেই যেন প্রমাণ করলেন গতিমানব উসাইন বোল্ট। তিনি জানালেন, ভাগ্যিস তার বাবা তাকে পথ দেখিয়েছিলেন। তা হলে তার জীবনে এট ভাল কিছু কখনই হত না।
বোল্ট বলেন, ‘বাবাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করেছেন। উনিই তো আমাকে বলেছিলেন, মাইকেল হোল্ডিং হওয়ার স্বপ্ন বাদ দাও। ক্রিকেট ছেড়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মন দাও। উনি পথটা দেখিয়েছিলেন বলেই না আমি আজকের আমি হতে পেরেছি।’
সত্যিই ওয়েলেসলে এতখানি জোর দিয়ে ছেলেকে বলেছিলেন বলেই না এতকিছু। তা না হলে বিশ্ব যে বঞ্চিত থেকে যেত দ্রুততম মানবকে পাওয়া থেকে।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩