ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক বছর আগেই। তবে ধারাভাষ্যকার বা বিশেষজ্ঞ হিসেবে ক্রিকেটের সঙ্গে এখনও ভালভাবেই যুক্ত রয়েছেন সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতার। পাকিস্তানি ড্রেসিং রুমের অনেক খবরই উঠে আসে তার কথার মধ্যে। এবার ফের বোমা ফাটালেন তিনি।
সম্প্রতি একটি খেলার শোয়ে নিজের তৎকালীন সতীর্থদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন এই রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। কোনও রাখঢাক না রেখে তিনি জানালেন, তার দলের সকলেই দুর্নীতিগ্রস্ত ছিলেন। তাই কাউকেই তিনি বিশ্বাস করতে না।
শোয়েব বলেন, "তার সময় দলের বেশিরভাগ ক্রিকেটারই ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এই ম্যাচ ফিক্সিংয়ের জন্য নয়ের দশকে ভারত ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলও বিব্রত হয়ে পড়েছিল।"
শোয়েব আরও বলেন, "আমি এবং শহিদ আফ্রিদি কখনও দলের কাউকে বিশ্বাস করতাম না। আমায় ব্যাড বয় আখ্যা দেওয়া হলেও আমি তা ছিলাম না। দলের সিনিয়ররাই দুনিয়ার সামনে আমাকে এভাবে তুলে ধরত। আমার ছোটখাটো ভুলগুলো বড় করে দেখানোর চেষ্টা করত।"
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪