পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলংকায়। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হবে মুশফিক বাহিনী।
এছাড়া আগামী ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দু'টি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ এবং ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচগুলো।
শ্রীলংকা সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে চ্যানেল নাইন এবং টেন ক্রিকেট।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল