ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। পরিত্যক্ত হয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। দারুণ এক সিরিজ শেষে আফগানিস্তান অধিনায়ক আসগার স্টানিকজাই আশাবাদ ব্যক্ত করে বলেছেন এই ফলাফলের পরে তার দল শীর্ষ সারির দলগুলোর সাথে আরো বেশী করে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাবে।
সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ ম্যাচটিতে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ১-১ ব্যবধানেই সিরিজের নিষ্পত্তি হয়। এর আগে টি২০ সিরিজে আফগানরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। স্টানিকজাই বিশ্বাস করেন পূর্ণ সদস্যভূক্ত দেশগুলোর বিপক্ষে লড়াই করার যে পুরো ক্ষমতা তাদের আছে এটা তারা বেশ ভালভাবেই প্রমান করেছেন। এ কারণেই আইসিসি’র উচিত নিয়মিত বিরতিতে তাদের ওয়ানডে খেলার সুযোগ করে দেয়া।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে তারা যদি শীর্ষ আটে উঠতে না পারে তবে আগামী ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারাবে।
ওয়ানডে ও টি২০ সিরিজ মিলিয়ে ৪৪ রানে ১০ উইকেট দখল করা আফগান লেগ-স্পিনার রশীদ খান সিরিজ সেরা মনোনীত হয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৭/এনায়েত করিম