বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। কারণ ভারতের বিপক্ষে আজকের সেমিফাইনালটি জিতলেই প্রথমবারের মতো বড় মাপের কোনো আসরে ফাইনালে উঠবে বাংলাদেশ।
এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই। টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে যান মাশরাফি বিন মুতর্জা। টস জেতেন ভারত অধিনায়ক কোহলি। টস জিতে মাশরাফিদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ :রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন, জাস্প্রিত বুমরাহ।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ ই জাহান-আব্দুল্লাহ সিফাত-১