কয়েক ঘণ্টা পরই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু আজ টাইগারদের কেবল ভালো খেললেই হবে না, আবহাওয়ার দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ বৃষ্টিতে খেলা ভেসে গেলে রান রেটে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছে যাবে যে ভারত! তাই বাংলাদেশ-ভারত সেমিফাইনালের আগে এ নিয়েও আলোচনা কম হচ্ছে নয়। ভয়ের আরও একটা কারণ, গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়া।
তবে আশা দেখাচ্ছে আজ বার্মিংহাম আবহাওয়ার অধিদফতের পূর্বাভাস। 'বার্মিংহাম মেইল'-এর খবর, আকাশে হালকা মেঘ থাকলে সকাল থেকে আবহাওয়া শুষ্কই থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৭/মাহবুব