ভারতের বিপক্ষে সেমিফাইনালে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারানোর পর উইকেটে এসেই সাব্বির শুরু করেছিলেন মারমুখী ব্যাটিং। যার ফলে দ্রুতই নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। আউট হয়ে গেছেন সপ্তম ওভারে সাজঘরে ফিরে গেছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৭৯ রান।
ভারতের বিপক্ষে সেমিফাইনালে সৌম্য সরকার প্রথম ওভারেই ব্যাট চালাতে শুরু করেন। ভুবনেশ্বর কুমারের একটি ইন সুইংয়ে ব্যাট চালাতে গিয়ে শূন্য রানেই উইকেট হারন সৌম্য। বাংলাদেশের রান তখন কেবল ১। সপ্তম ওভারে ১৯ রান করে ফিরে গেছেন সাব্বিরও। বাংলাদেশের ভরসা হয়ে উইকেটে টিকে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহমান। তামিম ব্যাট করছেন ৩২ রানে আর মুশফিক ১৭ রানে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫