ভারতের বিপক্ষে সেমিফাইনালে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারানোর পর ত্রিজে নেমেই মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন সাব্বির। ফলে দ্রুতই নিজের উইকেটটি বিলিয়ে দিতে হয় তাকে। তবে হাল ছাড়েননি তামিম-মুশফিক। দু'জনেই অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসটা বড় করতে পরলেন না তামিম।
ইনিংসের ২৮তম ওভারে বিদায় নেন তিনি। ৮২ বলে ৭০ রান করে যাদবের বলে বোল্ড হন এই ওপেনার। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান।
এর আগে, ভারতের বিপক্ষে সেমিফাইনালে সৌম্য সরকার প্রথম ওভারেই ব্যাট চালাতে শুরু করেন। ভুবনেশ্বর কুমারের একটি ইন সুইংয়ে ব্যাট চালাতে গিয়ে শুন্য রানেই উইকেট হারন সৌম্য। বাংলাদেশের রান তখন কেবল ১। সপ্তম ওভারে ১৯ রান করে ফিরে গেছেন সাব্বিরও।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৭/ওয়াসিফ