মাঠে নেমে ধুমধারাক্কা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। বছর দুয়েক হল তিনি খেলা ছেড়ে দিয়েছেন। আর সেই তিনিই কিনা ক্রিকেটের এলবিডব্লিউ আউট কী সেটি জানেন না। আর সেই কারণেই পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের জনপ্রিয় শোতে এসে হাসির খোরাক হলেন তিনি।
জানা যায়, সংশ্লিষ্ট চ্যানেলের মজার একটি অনুষ্ঠানের নিয়ম হল, সঞ্চালকরা একটি বিষয় আকার-ইঙ্গিতে বোঝাবেন। আফ্রিদিকে জানাতে হবে ঘটনাটা কী। অনুষ্ঠানে দেখা যায় আফ্রিদিকে সঞ্চালকরা কিছু বলার চেষ্টা করছেন। উইকেটের সামনে পা বাড়িয়ে কীভাবে ব্যাটসম্যানরা আউট হন, তা-ও বোঝানোর চেষ্টা করা হয়। এত কিছুর পরেও হেডফোন কানে থাকা সাবেক পাকিস্তানি এই অলরাউন্ডার কিছুই ধরতে পারেননি। সবশেষে হেডফোন খুলে আফ্রিদি পাল্টা প্রশ্ন করেন, এমন কোনও আউট আদৌ আছে নাকি।
এসময় আফ্রিদি আরও বলতে থাকেন, সঞ্চালকরা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই প্রথম নাকি তিনি ‘লেগ বিফোর দ্য উইকেট’-এর কথা শুনলেন। সঞ্চালকরা যা বুঝিয়েছেন তাতে হয়তো হিট উইকেট হতে পারে। আফ্রিদির এই যুক্তি সোশাল মিডিয়ার হাসির ফোয়ারা তোলে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২