ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের সংগ্রহ ২৬৪ রান। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা ভালই করেছে ভারত। ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ফেলেছে ৯৭ রান।
ওপেনার রোহিত শর্মা ব্যাট করছেন ৫১ রান নিয়ে। অপর প্রান্তে অধিনায়ক বিরাট ১ রানে অপরাজিত আছেন। ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শিখর ধাওয়ান। ব্যাট হাতে রীতিমত দাপট দেখান তিনি। মোসাদ্দেকের হাতে তালুবন্দী হওয়ার আগে তিনি ৩৪ বলে করেন ৪৬ রান। এই বিপদজনক ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মাশরাফি।
প্রথমবারের মতো আইসিসির বড় কোনো প্রতিযোগিতার সেমিফাইনাল খেলতে নেমে শুরুতে ভাগ্যের সহায়তা পায়নি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ২৬৪ রান করতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬