শেষ কয়েকটি টেস্ট সিরিজ খুব একটা ভালো খেলতে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বশেষ ভারতের বিরুদ্ধে সিরিজ হারা ছাড়াও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খুইয়েছে অজিরা। ছন্দহীন ক্যাঙারু বাহিনীর সামনে এবার আরও কঠিন লড়াই৷ কারণ তাদের সামনে এবার চীরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।
চলতি বছরেরই ২৪ নভেম্বর শুরু হচ্ছে অ্যাশেজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার যা চিরন্তন লড়াই। আর এই লড়াই শুধু হার-জিতের নয়। এই লড়াই মর্যাদারও। তাই এই লড়াইয়ে নামার আগে অজিদের সতর্ক করলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
সর্বকালের সফলতম টেস্ট অধিনায়ক এই সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে স্মিথের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে অ্যাশেজ। ও অবশ্যই ব্যাট হাতে ভালো ফর্মে আছে। কিন্তু অ্যাশেজে ভালো না খেললে অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে স্থান পাওয়া যায় না। কারণ এটা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মর্যাদার লড়াই৷’
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১