চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে কেউ ভাবেনি যে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পর অনেকে দেখতে শুরু করেছিলেন ফাইনালের স্বপ্ন। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালেই থেমে গেল সেই স্বপ্নযাত্রা। ভারতের কাছে ৯ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল টাইগারদের।
শুরুতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিং বড় সংগ্রহের স্বপ্নই দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঝপর্যায়ের ব্যাটিং বিপর্যয়ের ফলে ভারতের বিপক্ষে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করে ২৬৪ রান।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই ৫৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভারত। রোহিত শর্মার শতক, বিরাট কোহলির অপরাজিত ৯৬ ও শিখর ধাওয়ানের ৪৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত।
উদ্বোধনী জুটিতে ৮৭ রান যোগ করে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। ১৫তম ওভারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাজঘরে ফেরান ধাওয়ানকে। ৩৪ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২