চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বাংলাদেশের পিছু যেন ছাড়ছেনই না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। বারবার 'বিদ্রুপ' মন্তব্য করে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে 'নাতি' বলে সম্বোধন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন শেবাগ। তবে তাতেও থামেননি তিনি। ভারত সেমিফাইনাল নিশ্চিত করার পর ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আবারো বিতর্কে জড়ান সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। আর তারই ধারাবাহিকতায় শেষ চারের ভারতের কাছে টাইগারদের হারের পর আবারো খোঁচা দেন শেবাগ। টুইটে শেবাগ বাংলাদেশক 'পোতে' অর্থাৎ নাতি বলে উল্লেখ করেন।
তবে সেমিফাইনালে পৌঁছনোর জন্য বাংলাদেশকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ওয়াসিফ