চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে বিরাট কোহলিকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কোহলিকে, দল অপরিবর্তিত রাখার বার্তা দিয়েছেন তিনি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পরই তিন পেসারের পরিবর্তে জোড়া স্পিনার খেলিয়েছিলেন কোহলি। উমেশ যাদবকে বসিয়ে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে টিকিট পাকা করেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত।
চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে দ্রাবিড় জানান, রান তাড়া করতে ভারতীয় দল সব সময়ই স্বছন্দবোধ করে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তা বারেবারে ফুটে উঠেছে। পরিকল্পনায় অবিচল থেকে ফাইনালেও তাই রান তাড়া করার দিকে ঝাঁপানো উচিত।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/আরাফাত