চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের সেই ম্যাচে শুরু থেকে ভারতের আধিপত্য থাকলেও আরো ভালো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল টাইগারদের। তবে ভুলগুলো থেকে শিক্ষা নিতে চান সাকিব। নিজেদের সংগঠিত করে আরো শক্তিশালী হয়ে ফেরার কথা জানান তিনি।
বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, 'এখন আমাদের সংগঠিত হওয়ার সময়। সংঘবদ্ধভাবে আরো শক্তিশালী হয়ে ফেরার সুযোগ রয়েছে। আমরা অনেক দূর পর্যন্ত এসেছি এবং এখান থেকে আমরা কেবল সামনের দিকেই যেতে পারি। আমরা একটি ভালো বিরতি পাব এবং ভাবতে পারব, কীভাবে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি।'
সেমিফাইনেলের সেই ম্যাচের ব্যাপারে সাকিব নিজেও মানছেন ২৬৪ রান নিয়ে ভারতের বিপক্ষে জয় পাওয়া মোটেই সহজ ছিল না। তিনি বলেন, ‘আমরা জানতাম, আমাদের দলীয় সংগ্রহ এবং একটি উইকেট নিয়ে জয়ের দেখা পাওয়াটা খুব কঠিন ছিল। এটা আমাদের বোলারদের জন্য আরো বেশি কঠিন কাজ ছিল। তাদের উপরও একটা বাড়তি চাপ ছিল।'
বার্মিংহামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খায় মাশরাফির দল। স্কোর কার্ডে ৩১ রান যোগ করতেই ফিরে যান দলের দুই টপ-অর্ডার ব্যাটসম্যান। পরে তামিমের ৭০ ও মুশফিকের ৬১ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৫৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ওয়াসিফ