ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তীর নাম জিনেদিন জিদান। ফুটবলার হিসেবে ছিলেন যেমন দুরন্ত, কোচ হিসেবেও বর্তমানে তিনি তেমনটাই দুর্দান্ত। তাই দেশের এই নক্ষত্রকেই কোচ হিসেবে চাইছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লি গ্রায়েত।
এ ব্যাপারে তিনি বলেন, 'এটা খুব স্বাভাবিক যে জিদানের মতো একজন কোচকে জাতীয় দলে পাওয়া খুবই ভালো ব্যাপার। একদিন সেও নিজ দেশের হয়ে হাল ধরবে এটাই স্বাভাবিক।'
বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন ৪৪ বছর বয়সী জিদান। সফল এই কোচ শেষ দেড় বছরে দলকে দিয়েছেন শিরোপার স্বাদ। রিয়াল মাদ্রিদেকে চ্যাম্পিয়ন্স লিগে জিতিয়েছেন ব্যাক-টু-ব্যাক শিরোপা। এর কিছুদিন আগে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্প্যানিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে জিদানের হাত ধরে দীর্ঘ পাঁচ বছর পর লা লিগায় শিরোপা জিতেছে রিয়াল।
এ প্রসঙ্গে নোয়েল লি গ্রায়েত বলেন, ‘রিয়ালকে এখনো জিদানের অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। কারণ স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে সে ফ্রান্সের কোচ হতে আগ্রহ দেখাতেই পারে। তাতে বরং আমরা খুশি হব।’
এ সময় জিদানের প্রশংসা করে নোয়েল লি গ্রায়েত আরো বলেন, 'আমি ভাবতেই পারছি না জিদান রিয়ালে এত কিছু করেছে। দুই তিন বছর আগে তার সাথে আমার কথা হয়েছিল। তখন আমি তাকে বলেছিলাম, বরডিউক্স বা অন্য কোথাও যেতে। লিগ ওয়ান ক্লাব থেকেই তার কোচিং ক্যারিয়ার শুরু করতে বলেছিলাম। সে খেলোয়াড় হিসেবেও যেমন অসাধারণ ছিল তেমনই একজন কোচ হিসেবেও অসাধারণ। জিদানের অধীনে ফুটবলাররা খুব দ্রুত মানিয়ে নিতে পারে। কোচ হিসেবে ফরাসি ফুটবলে তার আগমন ভালো কিছুই বয়ে আনবে।'
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ওয়াসিফ