রবিবারেই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এই মহারণে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড উন্নত করার চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। তবে তার আগেই পাকিস্তান দলকে শুনতে হল, তারা নাকি ফিক্সিং করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। পাকিস্তানের জাতীয় দলের বিরুদ্ধে এমনই অভিযোগ ছুড়েন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার আমির সোহেল।
পাকিস্তানের জাতীয় এক টিভি-এর টক শো-তে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। সেখানেই তিনি সরফরাজদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। সেই টক শো’তে আমির সোহেল বলেন, "সরফরাজকে বুঝতে হবে ও এমন কোনও মহৎ কাজ করে ফেলেনি। তোমার দলের কেউ না কেউ ম্যাচ জিতিয়ে দিয়েছে। ওর এত খুশি হওয়ার কোনও কারণ নেই। আমরা প্রত্যেকেই জানি পর্দার পিছনে কী ঘটে থাকে।"
এখানেই না থেমে আমির সোহেল আরও বলেন, "এটা জানতে চেয়ো না কে তোমার দলকে জিতিয়ে আনল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি বলব শত শত ক্রিকেট ভক্তের প্রার্থনা আর আল্লাহ পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে। পাকিস্তান ফাইনাল পৌঁছেছে ক্রিকেট মাঠের বাইরের কারণে। অন ফিল্ড পারফরম্যান্স মোটেও আহামরি ছিল না। ছেলেদের এখন ভাল ক্রিকেট খেলার দিকেই মন দেওয়া উচিত।"
আমির সোহেলের এমন বক্তব্য টিভিতে দেখানোর পরে পাকিস্তানেই তার বিরুদ্ধে সমর্থকরা জনমত গড়ে তোলেন। পরিস্থিতি বেগতিক দেখে সোহেল পরে জানান, "বক্তব্যের সামান্য অংশ দেখিয়ে অন্য অর্থ বের করা হচ্ছে। তিনি মোটেই এরকম বলতে চাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগেই তিনি এই বক্তব্য রেখেছিলেন।"
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭