ভারত-পাকিস্তানের ফাইনাল নিয়ে উন্মাদনার পারদ চড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের আগে মাইন্ড গেম হবেনা তাও আবার হয় নাকি। টিম ইন্ডিয়ার ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিকে নিয়ে মাইন্ড গেম শুরু করলেন পাকিস্তান দলের সেরা পেসার মহম্মদ আমির৷
ভারতীয় দলের সেরা তারকাকে নিয়ে আমির বলেন,"ভারত বিরাটের উপর অনেকাংশে নির্ভরশীল। ও এই প্রথম আইসিসি টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। তাই সে ফাইনালে চাপে থাকবে। আর ওর উইকেট প্রথমে তুলে নিতে পারলে আমাদের সুবিধা।"
তবে পাকিস্তানি পেসার যাই বলুন না কেন বিরাট ছাড়াও দলের টিম ইন্ডিয়ার বাকি ব্যাটম্যানরাও দুরন্ত ছন্দে রয়েছেন। তাই ফাইনালে রোহিত-শিখর-যুবরাজও যে ত্রাস হয়ে উঠতে পারেন সেটা ভালোই জানে তারা।
আর যাকে নিয়ে এত কথা বললেন আমির, সেই বিরাট অবশ্য বেশ খোশমেজাজেই রয়েছেন। ফাইনাল প্রসঙ্গে বলতে গিয়ে বিরাট বলেন,"আমরা ফাইনাল জেতার ব্যাপারেও আশাবাদি। কারণ নিজেদের ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।"
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬