চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। যদিও টুর্নামেন্টে এর আগেও একবার ভারতকে মোকাবেলা করে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশটি। গ্রুপ পর্বের আগের সেই ম্যাচে কোহলিদের বিরুদ্ধে স্বল্প রানে অলআউট হওয়ায় এবার নতুন রণকৌশল ঠিক করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।
শুক্রবার তাদের অনুশীলনে দেখা গেছে সবুজ রংয়ের একটি আয়তাকার পাথরের উপর ক্রমাগত বল ছুড়ে যাচ্ছিলেন সাপোর্ট স্টাফরা। পাথরে লেগে ছিটকে আসা সেই বলে কাট ও পুল শট খেলছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহদের বোলিংয়ের মোকাবিলা করার জন্যই এভাবে অনুশীলন করলেন সরফরাজ আহমেদ, আজহার আলিরা।
প্রসঙ্গত, ভারতীয় ব্যাটিং শক্তিকে বড় করে দেখা হলেও চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বোলাররা। প্রথম ম্যাচে ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন পাকিস্তানের ব্যাটসম্যানদের। সেই কারণেই ফাইনালের আগে সতর্ক পাকিস্তান। সেজন্য পাথরে বল পড়লে গতি যেমন বেড়ে যায়, তেমনই ব্যাটসম্যানদের কাছে স্ট্রোক খেলার জন্য অপেক্ষাকৃত কম সময় থাকে। রিফ্লেক্স উন্নত করার জন্যই এভাবে অনুশীলন করলেন সরফরাজরা।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৭/মাহবুব