ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ এবার যেন মিডিয়ার ওপরেই রাগ ঝাড়লেন। জানা যায়, ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করেতে গিয়ে মাত্র ২ লাইনের একটি মেইল তিনি করেছিলেন বোর্ডের কাছে। এমনই তথ্য প্রকাশ্যে আসতেই মিডিয়ার ওপর চটেছেন শেবাগ।
শেবাগের এই 'বায়োডাটা' নিয়ে মিডিয়ায় আলোচনার সৃষ্টি হলে শেবাগ পরিস্কার বললেন, বোর্ডের যাবতীয় নিয়ম মেনেই তিনি কোচের পদে আবেদন করেছেন। এরপরই মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আমি যদি দুই লাইনের আবেদনপত্র পাঠিয়ে থাকি তবে সেটাই যথেষ্ট। এটুকু জানিয়ে রাখি যাবতীয় নিয়ম মেনেই আবেদনপত্র পাঠিয়েছি। শেবাগ আরো জানান, সৌরভ আমার দেখা সেরা ভারতীয় অধিনায়ক। ধৈর্য কী জিনিস তা তার কাছেই শিখেছিলাম। শচীন বরাবর আমায় আত্মবিশ্বাস জোগাত।
সাবেক পাকিস্তানি উইকেটকিপার রশিদ লতিফ বিশ্রী ভাষায় আক্রমণ করেছিলেন শেবাগকে। পরে আবার নিজের মন্তব্য থেকে সরে এসে শেবাগর প্রশংসাও করেছিলেন তিনি। কিন্তু ভারত–পাকিস্তান ফাইনালের আগে এই নিয়ে কথা বলতে রাজি নন শেবাগ। তিনি শুধু বলেছেন, ভিডিওটা আমি দেখিনি। এ ধরণের মন্তব্য প্রমাণ করে রশিদ লতিফ কী ধরণের মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার