রবিবার ওভালে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও ভারত। আর চ্যাম্পিয়নস ট্রফির এ ফাইনাল নিয়ে বিশ্বব্যাপী ক্রিকেট উন্মাদনা এখন তুঙ্গে। এ উন্মাদনার মধ্যে নিয়মিত রসদ যোগাচ্ছেন দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বরা।
এবার ফাইনালে ভারত বধের মন্ত্র রপ্ত করার ইঙ্গিত দিলেন পাকিস্তানি কোচ মিকি আর্থার। অবশ্য এর আগে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়ে গেছে দুই দল। দু’দলেরই প্রথম ম্যাচ ছিল সেটা। ৪ জুন অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে পাকিস্তানকে। বৃষ্টি আইনেও হারতে হয়েছে ১২৪ রানের বিশাল ব্যবধানে। সেই দুটি দলই এবার মুখোমুখি ফাইনালে। আগের ম্যাচে কী হয়েছে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়, ফাইনালে যে ভালো খেলবে সেই জিতবে শিরোপা।
পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার মনে করেন, অ্যাকিলিস হিলের মত চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নদের একটা দুর্বলতা তিনি খুঁজে পেয়েছেন। যে দুর্বল জায়গায় আঘাত করতে পারলেই কেবল ওভালে পাকিস্তানের বিজয় ছিনিয়ে আনা সম্ভব।
বিডি প্রতিদিন/ ১৭ জুন ২০১৭/ ই জাহান