চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপার জন্য রবিবার মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে দলীয় লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত একটা লড়াইও থাকবে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের মধ্যে। দুজনের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭৯.২৯ গড়ে ৩১৭ রান নিয়ে সবার ওপরে রয়েছেন ধাওয়ান। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফসেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার। খুব একটা পিছিয়ে নেই রোহিতও। ৪ ম্যাচে ১০১.৩৩ গড়ে তিনি করেছেন ৩০৪ রান। ধাওয়ানের মতো রোহিতও একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফসেঞ্চুরি করেছেন।
সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া হলো না তামিম ইকবালের। বাংলাদেশি ওপেনার ৭৩.২৫ গড়ে ৪ ম্যাচে ২৯৩ রান করে টুর্নামেন্ট শেষ করেছেন; সর্বোচ্চ রান সংগ্রহকারীর দৌড়ে তামিম রয়েছেন তিন নম্বরে।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সর্বোচ্চ ৩৬৩ রান করেছিলেন ধাওয়ান। এবারও সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। তবে ফাইনালে রোহিতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বেন ধাওয়ান।
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান