ওভালে আজ চির প্রতিদ্বন্দ্বির মধ্যকার শিরোপার লড়াইটা স্টার স্পোর্টসের জন্য সোনায় সোহাগা হয়ে এসেছে। কারণ রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপণের মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
অর্থাৎ এদিন টিভি বিজ্ঞাপনের জন্য অন্যান্য দিনের চেয়ে দশগুণ বেশি টাকা দর চাওয়া হয়েছে।
ক্রিকেট দুনিয়ায় যত লড়াই রয়েছে, তার মধ্যে অন্যতম সেরা ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেই তা প্রমাণ হয়ে গেছে আগেই। কারণ সেইদিন সারা পৃথিবীজুড়ে ১০০ কোটি মানুষ টিভির পর্দায় চোখ দিয়ে বসেছিল।
ফলে এতবড় একটি খেলার ইভেন্টে বিজ্ঞাপনী দর যে আকাশছোঁয়া হবে তা স্বাভাবিক। সংবাদসংস্থা রয়টার্স জানায়, রকিবার ভারত-পাকিস্তান ফাইনাল উপলক্ষে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনী দর ১০ গুণ বেড়ে গেছে।
আগে যেখানে ৩০ সেকেন্ডের স্লটের জন্য ১০ লাখ রুপি দিতে হতো, এখন সেখানে শুধু এই নির্দিষ্ট দিনের জন্য দিতে হবে ১ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় সোয়া কোটি টাকা) করে। অর্থাৎ অন্তত ১০ গুণ বেশি টাকা।
এমনিতে খেলার মাঝে, আগে-পের বিজ্ঞাপনী স্লট প্রায় ভর্তিই রয়েছে। নিসান মোটরস, ইন্টেল কর্প, এমিরেটস, ওপ্পো, এমআরএফের 'প্রি-বুকড' বিজ্ঞাপনই জায়গা নিয়ে নিয়েছে।
তবে এই পার্টনাররা বাদে মাত্র ১০ শতাংশ জায়গা ফাঁকা রাখা হয়েছে, যার দামই এত আকাশছোঁয়া বলা হচ্ছে। ফলে এখন ভারত-পাকিস্তান ফাইনাল দখে কেউ আগ্রহী হলে সেই সংস্থাকে দশগুণ বেশি দাম দিয়ে স্লট কিনতে হবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান